ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২০ ১৪৩১

গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার | আপডেট: ০৭:২০ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার

ছাত্রলীগ কর্মী মাসুম আহমেদের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: একুশে টেলিভিশন

ছাত্রলীগ কর্মী মাসুম আহমেদের মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি: একুশে টেলিভিশন

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এক ছাত্রলীগ কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৩ জুলাই) সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিগদ ছাত্রলীগ নেতা সৈয়দ মাসুম আহমেদ শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার (২১ জুলাই) রাতে ছাত্রলীগ কর্মী মাসুম আহমেদের ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘাতকরা। এসময় বাড়ির অন্যান্য ঘরের দরজার ছিটকানি বাহির থেকে বন্ধ করে দেয় তারা। মাসুম ঘরের ভেতর প্রবেশ করা মাত্রই দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর ও মাথায় আঘাত করে। 

এসময় সে চিৎকার দিলে আশপাশের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুইদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি মারা যান। 

এঘটনায় নিহত মাসুমের চাচা থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

এএইচ/