ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২২ ১৪৩১

ধান ক্ষেত থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার

নিহত শিশু সায়মনের স্বজনদের আহাজারি। ছবি: একুশে টেলিভিশন

নিহত শিশু সায়মনের স্বজনদের আহাজারি। ছবি: একুশে টেলিভিশন

ব্রাহ্মণবাড়িয়ায় ধানের ক্ষেত থেকে সায়মন নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সায়মন মাদ্রাসার ছাত্র।

আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সকালে সায়মন তার বাবার সাথে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর সায়মন তার পিতাকে জানায়, সে বাড়িতে চলে যাবে। এরপর সে বাড়ির দিকে রওনা দেয়। প্রায় এক ঘন্টা পর শিশুটির বাবা বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারে সে বাড়ি পৌঁছায়নি। 

এ সময় পরিবারের লোকজন খোঁজাখুজির পর বাড়ির পাশে ধানি জমিতে তার মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। এর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এএইচ/