ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

ক্রেতাশূণ্য মিরপুরের ঐহিহ্যবাহী বেনারসি পল্লী

প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:০১ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার

দু’তিন পরেই ঈদ। কিন্তু ক্রেতাশূণ্য মিরপুরের ঐহিহ্যবাহী বেনারসি পল্লী। ক্রেতা না থাকার জন্য ভারতে গিয়ে কেনাকাটা করাকে দুষছেন বিক্রেতারা। বাধ্য হয়ে নামমাত্র লাভে শাড়ী বিক্রি করছেন বলে জানালেন তারা। এদিকে, কম দামে পছন্দের শাড়ি কিনতে পেরে খুশি ক্রেতারা। 

বাঙালি নারীর সৌন্দর্য ও ঐতিহ্যের ধারক শাড়ী। যেকোন উৎসবের মত ঈদ উপলক্ষেও শাড়ী থাকে নারীর পছন্দের শীর্ষে।

অভিজাত, নান্দনিক নকশা ও বাহারি রংয়ের শাড়ীর জন্য বিখ্যাত মিরপুরের বেনারসি পল্লী। এবার জাঁকজমকপূর্ণ বেনারসি পল্লীর চিত্র একটু ভিন্ন। অনেকটাই ক্রেতাশূণ্য দোকানগুলো। তবে, এখান থেকে কম দামে পছন্দের শাড়ী কিনতে পেরে খুশি ক্রেতারা।

ঈদ উপলক্ষে বেনারসি পল্লীতে আসে নতুন নতুন কালেকশন। এই সুযোগে অনেকেই কিনছেন বিয়ের শাড়ী। কেউবা প্রিয়জনদের জন্য নিচ্ছেন উপহার।

কেনাকাটার জন্য অনেকের ভারতে চলে যাওয়ায় এবার বিক্রি কম বলে জানালেন বিক্রেতারা।

দেশীয় বাজার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।