ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৪ ১৪৩১

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:১৭ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। দিনভর বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে ছিলো ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সময় মতো বাস না ছাড়ায় ক্ষোভ জানান অনেকে। নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারছে না ট্রেন। তবে, রেলমন্ত্রী মুজিবুল হকের দাবি, সময়মতোই ট্রেন ছাড়ছে। এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে অনেক মানুষ চেপেছে বাস ও ট্রেনের ছাদে। 

ঈদ যাত্রায় ব্যস্ত রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল। যাত্রীদের প্রচন্ড চাপ সর্বত্র। তিল ধারণের ঠাঁই নেই কোথাও।

সিট না পেয়ে অনেকেই বাসের ভেতর দাঁড়িয়ে যাচ্ছেন। ছাদেও চেপেছেন কেউ কেউ।

সময় মতো বাস না ছাড়ায় ভোগান্তি বেড়েছে যাত্রীদের। তবে, ক্ষোভ- অসন্তোষ যাই থাকুক, যাত্রা করতে পেরে খুশি সবাই।

রেলের চিত্রও বাসের মতোই। ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ কমলাপুর রেলস্টেশনে।

যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের ছাদে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

ট্রেন ছাড়ার সময়ে কিছুটা হেরফের হচ্ছে। আর এ’ নিয়ে ক্ষোভও রয়েছে যাত্রীদের। তবে, বাড়ি ফেরার আনন্দও ছিলো তাদের চোখে মুখে।

এদিকে, শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি দাবি করেন, নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট।

জীবনের ঝুঁকি নিয়ে রেলের ছাদে না যাওয়ারও অনুরোধ করেন তিনি।