ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

ইরাকে ড্রোন হামলার পর মার্কিন ঘাঁটিতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার | আপডেট: ০৬:৪০ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ইরাকের কুর্দিস্তানের এরবিল শহরে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আল-হারিরে গত শুক্রবার ড্রোন হামলা হয়েছে এবং এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন।

লাওয়া আস-সায়েরিন নামের সংগঠনটি ওই হামলা চালায়। ভিডিওতে দেখা যায়, ড্রোন হামলার পর মার্কিন সামরিক ঘাঁটিতে আগুন ধরে গেছে।

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর মুখপাত্র ওয়াইনে মারত্তো হামলার কথা স্বীকার করেছেন তবে ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয় নি বলে তিনি দাবি করেন। কিন্তু ইরাকি প্রতিরোধকামী সংগঠনটি যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে- ঘাঁটিতে আগুন জ্বলছে।

এ সম্পর্কিত এক রিপোর্টে বলা হয়েছে, ফিক্সড উইং ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়।

এসি