ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

নতুন একটি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:২৬ পিএম, ২৩ জুন ২০১৭ শুক্রবার

নতুন একটি ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার এ পরীক্ষা চালানো হয়। যুক্তরাষ্ট্রের মুল ভূখন্ডে পৌঁছায় এমন ক্ষমতাসম্পন্ন ক্ষেপনাস্ত্র তৈরির প্রচেষ্টা হিসেবে উত্তর কোরিয়া এ পরীক্ষা চালিয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার পরীক্ষাগুলো তারা পর্যবেক্ষণ করছে। এ বছর যেসব রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তাতে আইসিবিএম রকেট ইঞ্জিনের প্রাথমিক পর্যায়ে রয়েছে তারা। জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইন অমান্য করে সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এদিকে, উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।