ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

মহেশখালীতে পাহাড় ধসে বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে আলী হোসেন (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় একটি গরু ও একটি ছাগল মাটি চাপা পড়ে মারা যায়।

মঙ্গলবার (২৭ জুলাই) রাত ২টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের দক্ষিণ রাজুয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর জানান, দুদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড় ধসে বৃদ্ধ আলী হোসেনের বাড়িতে মাটি ঢুকে পড়ে। এতে অন্যান্য সদস্যরা বের হতে পারলেও ঘরে আটকে যায় বৃদ্ধ পিতা আলী হোসেন। পরে পাহাড়ের মাটির আঘাতে তার মৃত্যু হয়। 

পাহাড় ধসের ঘটনায় নিহত আলী হোসেনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এএইচ/