ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

পবিত্র কাবা শরীফে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৪:৪১ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার

পবিত্র কাবা শরীফে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছে সৌদি সরকার।
শুক্রবার কাবা শরীফের পাশের একটি ভবনে অভিযান শুরু করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এতে পাঁচ পুলিশ সহ ১১ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পাঁচ জঙ্গিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নারী। তবে, হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি পুলিশ। এর আগে, গত জুলাইয়ে মদিনায় মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় চার নিরাপত্তা রক্ষী নিহত হয়। পরে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস।