ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

গৃহসজ্জার উপকরণের দোকানে ভিড় বন্দর নগরী চট্টগ্রামে

প্রকাশিত : ০৫:৫০ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২১ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার

ঈদে নিজেদের সাজসজ্জার পর্ব শেষে ক্রেতারা এখন ছুটছেন গৃহসজ্জার উপকরণের দিকে। অতিথি আপ্যায়নের মুহূর্তকে রঙিন করে তুলতে ঘর সাজানোর দোকানগুলোতে তাই লেগে আছে ভীড়। ঈদ সামনে রেখে বেচাকেনা বাড়ায় খুশি বিক্রেতারাও। 

ঈদ মানেই উৎসব, অনাবিল খুশি । আর সে রঙে নিজেরা রঙিন হওয়ার পাশাপাশি ঘরদোর সাজানোর ব্যস্ততা বেড়েছে। তাই নগরীর বিভিন্ন বিপণী বিতানে চলছে অন্দরমহল সাজানোর উপকরণ ও ক্রোকারিজ সামগ্রী কেনার ধুম।


সৌখিন ক্রেতারা বলছেন, অতিথি আপ্যায়নে নতুন বাসন-কোসনের বিকল্প নেই। এছাড়া ঘর সাজাতে চাই বিছানার চাদর, দরজা জানালার পর্দা, কুশন, কার্পেট, শতরঞ্জি। ঈদের দিন ঘরে ফুল দিয়ে সাজানো না হলে সাজ অপূর্ণাঙ্গ থাকে বলে মনে করছেন ক্রেতারা।


এছাড়া ওয়াল সিনারি, ফুলদানি, বাহারি শোপিস, ঝাড়বাতিসহ আলোকসজ্জার সামগ্রীতেও আছে ক্রেতাদের আগ্রহ।
ঈদকে উপলক্ষে বেচাকেনা বেড়েছে বলে জানান বিক্রেতারা।