ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত : ০৫:৫৬ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৬:২৯ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার

রাঙ্গামাটিতে অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের কুতুকছড়ি এলাকার ৮ গ্রামের ৪শ’ মানুষের মাঝে প্রতিষ্ঠানটির পক্ষে ত্রাণ বিতরণ করেন অধ্যক্ষ লেফটেনেন্ট কর্ণেল আব্দুল্লাহ আল সাদিক। এসময় নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর ইমরানসহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। কুতুকছড়ি, কেরেটছড়ি, পতিখালী, ভুইও আদাম, কিরিছছড়িসহ ৮ গ্রামের চারশ’ মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থামি, গামছা ও শুকনো খাবার বিতরণ করা হয়।