ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

লন্ডনে ঝুঁকিতে থাকা ৪টি টাওয়ারের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার | আপডেট: ০৭:১৮ পিএম, ২৪ জুন ২০১৭ শনিবার

যুক্তরাজ্যের উত্তর লন্ডনে অগ্নি নিরাপত্তাজনিত ঝুঁকিতে থাকা ৪টি টাওয়ারের সাড়ে ৬শ’র বেশি ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে চ্যালসকট এস্টেটে ওইসব টাওয়ারের কয়েক হাজার বাসিন্দাকে ফ্লাট ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। গ্রিনফেলের মতো ওইসব টাওয়ারেও দাহ্য পদার্থের ক্ল্যাডিং নামে প্রলেপ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রলেপ তুলতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। আপতত তাদের বিভিন্ন হোটেল ও বিশ্রাম কেন্দ্রে রাখা হয়েছে। গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ আগুনে ৭৮ জনের মৃত্যুর পর লন্ডনের বিভিন্ন টাওয়ারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ঝুঁকিতে রয়েছে এমন ২৭টি আবাসিক বহুতল ভবন শনাক্ত করেছে কর্তৃপক্ষ।