ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

সিংড়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার পৌর এলাকার কতুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর এবং পুঠিমারী কমিউনিটি ক্লিনিকে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এসব স্থানে কয়েকশ নারী পুরুষ সেনাবাহিনীর দেওয়া স্বাস্থ্য সেবা গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভিজিটর লেঃ কর্নেল রেজাউল করিম সিএসপি, মেডিকেল অফিসার মেজর ওয়ালিউর রহমান প্রমুখ।

লেঃ কর্নেল রেজাউল করিম সিএসপি বলেন, করোনাকালীন সময় অনেকে ঘর থেকে বের হতে পারেন না।  এ কারণে সেনাবাহিনী তৃনমুল পর্যায়ে এ কাজ করছে। প্রত্যকটি উপজেলায় আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।
কেআই//