ভাঙ্গায় ভূমিহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:০১ এএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গুচ্ছগ্রাম এলাকায় বসবাসরত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের নির্মাণ কাজের গুণগত মানযাচাই, জীবনমান পর্যবেক্ষনে মতবিনিময় এবং উপকারভোগী পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এসময় পাথরাইল গুচ্ছগ্রামের ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ, বাংলাদেশ যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল মালেক, আজিমনগর ইউপি চেয়ারম্যান মো. মোতালেব মাতুব্বর, কালামৃধা ইউপি চেয়ারম্যান মো. লিটন মাতুব্বর, নুরুল্লাহগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
কেআই//