প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলো কুলাউড়ার ৪২০০ পরিবার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

কোভিড-১৯ এর কারণে কুলাউড়া পৌরসভার ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৪ হাজার ২'শ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুলাউড়া পৌরসভা জানায়, বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল রয়েছে। কুলাউড়া পৌর এলাকায় করোনাকালীন সময়ে পরিবহন, হোটেল শ্রমিক, কমিউনিটি সেন্টার, সেলুন, বিউটি পার্লার কর্মিসহ বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থ-অসহায় ৪ হাজার ২'শ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
কেআই//