ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৫ ১৪৩১

টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নোয়াখালীতে মৃত্যু ১৪ জনের

টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার

টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে এই তিন জেলায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪২৫ জন।

টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৫ ও করোনার উপসর্গে ২ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ৬৭ ভাগ। যা পূর্বেরদিন থেকে শূন্য দশমিক ৩৬ ভাগ বেশি। 

আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ২৯৯ জন। 

কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ জন। আইসিইউতে ভর্তি আছেন ১০ জন। জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২০১ জন।

এদিকে, করোনায় নোয়াখালীতে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। যার মধ্যে বেগমগঞ্জে ২, চাটখিলে ১ জন এবং শহীদ ভুলু স্টেডিয়ামে ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে জেলায় নতুন করে আরও ১৭৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় নতুন শনাক্তের হার শতকরা ২৯ দশমিক ৩২ শতাংশ। যা গত দুই মাসের তুলনায় কিছুটা কম।

আজ শুক্রবার সকালে করোনায় শনাক্ত ও মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কোভিড হাসপাতালে আরও একজন পুরুষ রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন, যার মধ্যে ১০ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন। হাসপাতালে ২৭ জন পুরুষ ও ৫৬ জন নারীসহ মোট ৮৩ জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে ১৫ জন রোগীর অবস্থা সংকাটাপন্ন, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৫৯০টি নমুনা পরীক্ষা করে ১৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৬২, সুবর্ণচরে ৮, বেগমগঞ্জে ৩১, সোনাইমুড়ীতে ৩, চাটখিলে ২, সেনবাগে ৩, কোম্পানীগঞ্জে ৪৭ ও কবিরহাট উপজেলায় ১৪ জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯৭৭ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ১৬০ জন। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৬১৮ জন।

এনএস//