শেখ কামালের জন্মবার্ষিকীতে ফেনীতে ব্যাটমিন্টন টুর্নামেন্ট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২৫ পিএম, ৬ আগস্ট ২০২১ শুক্রবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে ব্যাটমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার সকালে শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান ৷ নক আউট পদ্ধতিতে এক দিনের এ টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহন করে।
জেলা ব্যাটমিন্টন উপকমিটির আহবায়ক শুসেন চন্দ্রশীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইংপ্রু মারমা।
কেআই//