ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

প্রফেসর নাজমা চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার | আপডেট: ০৬:৪১ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার

শিক্ষাবিদ ও প্রফেসর নাজমা চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রোববার (৮ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।

তিনি দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণ গ্রাহী রেখে গেছন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

প্রফেসর নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। তাঁর সম্পাদিত বই ‘উইমেন অ্যান্ড পলিটিকস ওয়ার্ল্ডওয়াইড’ ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে প্রকাশিত শ্রেষ্ঠ প্রকাশনা হিসেবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পুরস্কৃত হয়। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। 

এছাড়া, প্রথিতযশা গবেষক প্রফেসর নাজমা চৌধুরী দেশের নারীশিক্ষার প্রসার ও নারী অধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন।

নাজমা চৌধুরী ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। গবেষণা খাতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

এসি