ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার

কক্সবাজারের মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ মো. মাহমুদুল করিম (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৫টি অস্ত্র ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি গ্রেপ্তারকৃত যুবক একজন পেশাদার অস্ত্র কারিগর। 

মঙ্গলবার(১১ আগস্ট) দুপুর ১টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল করিম ওই এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মহেশখালী থানার পুলিশের একটি দল ওই এলাকার মাহমুদুল করিমের নিজ বাড়িতে অভিযান যান।

এসময় তার তাকে স্বীকারোক্তি মতে বাড়ি তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি দুইনলা বন্দুক, ২টি ওয়ান শ্যুটারগানসহ মোট পাঁচটি দেশীয় তৈরি অস্ত্র ও বেশ কিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল করিম একজন পেশাদার অস্ত্র কারিগর। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেআই//