ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ফরিদপুরে গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬ এএম, ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইমরান হোসেন ওরফে ইমরানকে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারের পর বুধবার দুপুরে রাতে আদালতে পাঠানো হয়।

ইমরান হোসেন সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইমরান পলাতক ছিলেন।

সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চর বিষ্ণুপুর এলাকায় অভিযান তাকে গ্রেফতার করা হয়।
কেআই//