ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

বঙ্গবন্ধু সৈনিক লীগের শোক দিবস পালন

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৫ আগস্ট ২০২১ রবিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ এমপির নেতৃত্বে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৯টায় ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।। পরবর্তীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সদস্য সচিব হারুনুর রশিদ, সহ-সভাপতি মোঃ সহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তামজীদ রহমান তূর্য সহ নেতৃবৃন্দ। সকাল ১১:৩০ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া প্রার্থনা করে বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি প্রতিনিধিদল। 

১১টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। এ সময় শপথ বাক্য পাঠ করান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিরীন আহমেদ এমপি।  বিকাল ৪টায় 'আত্মনির্ভরশীল হওয়ার পথে সহায়তা' হিসেবে ২৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। 

আরকে//