ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

ময়মনসিংহে এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও আর্থিক অনুদান

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে দুই শতাধিক এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 

রোববার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সদরের বাঘের কান্দা এলাকার রওজাতুল কুরআন এতিমখানার এতিমদের এই অনুদান প্রদান করে জনতা ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কমিটি।

এ সময় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদদের বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বিভাগীয় জিএম মোঃ কামরুজ্জামান খান, ডিজিএম একেএম কামরুজ্জামানসহ ব্যাংকের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় এতিমদের নিয়ে দোয়া করা হয়।

এএইচ/