ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৬ ১৪৩১

শোক দিবসে বেসিক ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রোববার ১৫ আগস্ট ২০২১ অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ রাজীব পারভেজ, ড. মোঃ নাহিদ হোসেন এবং ড. মোঃ আবদুল খালেক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ আনিসুর রহমান সভায় সভাপতিত্ব করেন। 

বক্তারা বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং ১৫ আগস্টে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপকবৃন্দ, উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ এবং বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গমাতা পরিষদ, বেসিক ব্যাংকের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। এছাড়াও  ব্যাংকের সর্বস্তরের কর্মকতা-কর্মচারীবৃন্দ এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।