ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৬ ১৪৩২

স্বাস্থ্যবিধি মেনে ২২ আগস্ট থেকে হাইকোর্টে আগাম জামিন শুনানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আসামি ২২ আগস্ট থেকে আগাম জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হবে। 

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামী ২২ আগস্ট হতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে।  সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।’

এ সংক্রান্ত বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 
সূত্র : বাসস
এসএ/