ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

নিউজিল্যান্ডে ৬ মাসের মধ্যে প্রথম করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

নিউজিল্যান্ডে গত ছয় মাসের মধ্যে প্রথমবার কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে এ সংক্রমণ শনাক্ত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর নিউজিল্যান্ডে প্রথম সংক্রমণ ঘটার পর তা মোকাবেলার জন্য মন্ত্রীরা মঙ্গলবার বৈঠক করেছেন। 

স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছে, সংক্রমণের সম্ভাব্য বিস্তার রোধ করার সর্বোত্তম উপায় হচ্ছে কঠোরভাবে দ্রুত ব্যবস্থা গ্রহন করা। নিউজিল্যান্ডের সবাইকে শান্ত থাকতে হবে। সংক্রমণ সংক্রান্ত বিস্তারিত কোনো বিবরণ প্রকাশিত হয়নি।

নিউজিল্যান্ড করোনাভাইরাস মোকাবিলার ক্ষেত্রে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এর আগে ভাইরাস সংক্রমণে দেশটির ৫০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র ২৬ জনের মৃত্যু রেকর্ড হয়েছে। কিন্তু টিকাদান কর্মসূচি পর্যাপ্ত নয়, জনসংখ্যার মাত্র ২০ শতাংশ সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত হয়েছে।

গত বছর ভাইরাস মোকাবেলায় অকল্যান্ড অঞ্চলকে বেশ কয়েকবার সংক্ষিপ্ত লকডাউনে রাখার ফলে তারা সীমান্তে অনেকাংশে সংক্রমণ থামাতে সফল হয়। ২০ লাখ জনবসতির মহানগরীতে গত মার্চ মাসে বাড়িতে অবস্থান করার বিধিনিষেধের মেয়াদ শেষ হয়েছে। 

এদিকে কর্মকর্তারা গত সপ্তাহে সতর্ক করেছেন যে, নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতির কারণে নিউজল্যান্ডে "সংক্ষিপ্ত, কঠোর লকডাউন" দেয়া হতে পারে।

এসি