ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪,   বৈশাখ ২১ ১৪৩১

ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছ

প্রকাশিত : ০৫:২৪ পিএম, ২৫ জুন ২০১৭ রবিবার | আপডেট: ০৭:২৫ পিএম, ২৫ জুন ২০১৭ রবিবার

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে ৫০ লাখেরও বেশি মানুষ। প্রায় সপ্তাহ খানেক ফাঁকা থাকবে রাজধানী। এ অবস্থায় ফাকা রাজধানীতে চুরি ছিনতাই ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। প্রধান সড়কে বসানো হয়েছে চেকপোস্ট, বাড়ানো হচ্ছে টহল। ছুটিতেও যারা ঢাকায় আছেন নিরাপত্তার আয়োজনে তারাও সন্তুষ্ট। 

ঈদ উপলক্ষে রাজধানীর ছেড়েছে কয়েক লাখ মানুষ। এসময় ফাঁকা রাজধানীতে চুরি, ছিনতাই বেড়ে যায়। আর এই কারণেই রাজধানীতে বাড়ানো হয়েছে পুলিশের চেকপোষ্ট।

পুলিশর পাশাপাশি র‌্যাবও রাজধনাীর বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক গাড়ি তল্লাশি করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তায় খুশি রাজধানীবাসী।

ফাঁকা রাজধানীতে অপরাধীরা যাতে সুযোগ নিতে না পারে সেই জন্য বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাশাপাশি নগরবাসীকে নিজস্ব নিরাপত্তা নেয়ারও আহবান জানান এই কর্মকর্তা।