চিকিৎসা নিতে মুম্বাই গেলেন ডেপুটি স্পিকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

উন্নত চিকিৎসার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
আজ বুধবার ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তার দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া আজ বুধবার হেলিকপ্টারষোগে যশোর পৌঁছে হরিদাসপুর স্থলবন্দর (ভারত) থেকে সড়ক পথে কলকাতা দমদম বিমান বন্দর যাবেন। সেখান থেকে বিমান যোগে মুম্বাই যাবেন। তার সাথে রয়েছেন দু’মেয়ে ও জামাতা।
সূত্র : বাসস
এসএ/