ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

রাজবাড়িতে পদ্মায় ১৫ সে.মি পানি বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার | আপডেট: ০৫:০৯ পিএম, ১৮ আগস্ট ২০২১ বুধবার

পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাঁধের নিচে নতুন নতুন এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। বুধবার পদ্মার পানি ১৫ সে.মি বেড়ে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে বিপদ সিমার ৮.৮০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এতে বিপদ সিমা অতিক্রম করে ১৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পদ্মায় প্রচন্ড স্রোত  রয়েছে। প্রতিদিন পানি বাড়তে থাকায় নিচু এলাকার নতুন নতুন এলাকা ও ফসলী জমি, বসতবাড়ির আঙ্গিনা এখন প্লাবিত। চলাচলে নানা দুর্ভোগ এখানকার মানুষদের। উচু স্থান থেকে গবাদি পশুর খাবার সংগ্রহ করতে হচ্ছে নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যেত হচ্ছে কষ্ট করে।

পদ্মার নিন্মাঞ্চলে বসবাসরত কয়েক হাজার মানুষ এখন পানিবন্দী। দুর্ভোগে পরেছে এখানকার পানিবন্দী মানুষগুলো। ফসলী ক্ষেত তলিয়ে যাওয়ায় ফসল নষ্ট হচ্ছে, দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকটে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকাতে চলাফেরা করতে হচ্ছে। পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে, ধান, পাট, মরিচ ও সবজিসহ নানা ধরনের ফসল। অনেক কৃষক তাদেও ফসল তলিয়ে যাওয়ায় সামনের দিনগুলো কিভাবে চলবেন সে দুঃশ্চিন্তায় রয়েছেন। দেখা দিয়েছে সাপের উপদ্রব।

পানিবাহিত রোগসহ দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। জেলার ৫টি উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের নিচু এলাকা এখন পানিতে প্লাবিত। কয়েশ হাজার মানুষ এখন পানি বন্ধি। পানি বৃদ্ধির কারনে নতুন নতুন এলাকা পানিতে প্লাবিত হচ্ছে।
কেআই//