ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২০ আগস্ট ২০২১ শুক্রবার

হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির নতুন আমির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে সংগঠনটির শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নেন।

সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরেশদ বিন নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংগঠনের শুরা মিটিং হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন আমির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল্লামা শফির মৃত্যুর পর গত ৭ জুন হেফাজতের যে কমিটি ঘোষণা করা হয় তার প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। সদ্য প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।
এসএ/