ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩১ ১৪৩২

‘চতুর্দশ অধিবেশনেও সংসদ টিভি থেকে কাভার করতে হবে’

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

করোনাকালে জাতীয় সংসদের অন্য সব অধিবেশনের মতো একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কাভার করতে হবে।

আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে সাংবাদিকদের কাভার করতে হবে।

আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। গত ১৬ আগস্ট  রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সংবিধান অনুযায়ী এ অধিবেশন আহবান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সাম্প্রতিক করোনা ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশন'-এর সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) হতে কাভার করার জন্য সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। 

করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দকে পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।' সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে সাংবাদিকদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
 
আরকে//