ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

প্রিন্সিপাল ইবরাহীম খাঁর জন্মবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ব্রিটিশ ভারতের প্রথম মুসলিম প্রিন্সিপাল, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাবেক এমএনএ, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক ইবরাহীম খাঁর ১২৭তম জন্মবার্ষিকী আজ। ১৮৯৪ সালের ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শাহবাজনগরে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি ১৯১৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং ১৯২৩ সালে বিএল ডিগ্রি অর্জন করেন। পরে কয়েক বছর টাঙ্গাইলের করটিয়া এইচ এম ইনস্টিটিউশনে শিক্ষকতা করেন। পরে ময়মনসিংহে জজকোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত করটিয়া সা’দত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে একটানা ২২ বছর দায়িত্ব পালন করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মোনাজাতসহ নানা কর্মসূচি নিয়েছে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর পরিবার, স্মৃতি সংঘ, ভূঞাপুর অলি রিড লার্ন এডুকেশনসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান।
এসএ/