ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে শরতের শুভ্রতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার

পঞ্জিকার হিসাবে শরতের শুরু হয়েছে দিন পনের আগেই। তবে গেলো ক’দিন ধরে স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, বাতাসে কাশ ফুলের দুলুনি, আবার মাঝে মাঝেই বৃষ্টির আনাগোনা জানান দিচ্ছে, শরৎ এসেছে প্রকৃতিতে। 
 
কখনও নির্জন দুপুরে কাশফুলের ফাঁকে রোদের ঝিলিক। দূর আকাশে সাদা মেঘের লুকোচুরি। কখনও আবার ঝলমলে নীল আকাশে মেঘের আলপনা। ঠিক যেনো চির চেনা শরতের রূপ।  

ঋতুর রানী শরৎ এভাবেই খুশির তুফান জাগায় মানুষের প্রাণে। তাইতো চলতি পথেও ব্যস্ততা ভুলে পথিককের মন টানে প্রকৃতি। হিসেব নিকেশের কঠিন জীবন থেকে কিছুটা সময় নীল আকাশে হারিয়ে যান অনেকে।  

সাহিত্যের পাতায় পাতায়ও আছে শরৎ বন্দনা। শরৎ-ছোঁয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায়। জাগতিক মানব প্রেমের পাশাপাশি রয়েছে প্রকৃতির জয়গান। সাদা কাশফুল, শিউলি, দিনভর আলো-ছায়ার খেলা- এসব মিলেই তো শরৎ!

যখন বর্ষার বিষন্ন-বিধুর নিঃসঙ্গতা আর নেই- তখনই নিঃশব্দে চরণ ফেলে শরতের এই আগমন। এ যেনো প্রকৃতিতে প্রাণের ছোঁয়া। সকাল, দুপুর, বিকেল, রাতে শরতের একেক রূপ।

এই রূপে মুগ্ধ হয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘শরৎ তোমার অরুণ আলোর অজ্হললী, ছড়িয়ে মহামারি কেটে গেলো মোহন অঙ্গুলি।’ 

শরতের রঙে রঙিন হবে জীবন, এমন প্রত্যাশা সকলের।
দেখুন ভিডিও :

এসবি/এসএ/