ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রাজবাড়ীতে ৮০ হাজার মানুষ পানিবন্দি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০১:২২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার

পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে রাজবাড়ীতে। এতে জেলার ৪ উপজেলার ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল এখন পুরোপুরি বন্যার পানিতে প্লাবিত। এতে বন্যা দুর্গত এলাকার প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগ বাড়ছে দুর্গত এসব এলাকায়।

রাজবাড়ীর পানি পরিমাপের ৪ পয়েন্টের সবকটিতে এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পদ্মায় ৮ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ক্রমাগত পানি বৃদ্ধির ফলে রাস্তাঘাট, ব্রিজ, কার্লভাট, ফসলী ক্ষেত, বাড়িঘর তলিয়ে দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। এলাকার মানুষদের যাতায়াত করতে হচ্ছে নৌকা বা ট্রলারে। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। 

অনেকেরই কাজ না থাকায় পরিবার নিয়ে পরেছেন খাদ্য সংকটে। রয়েছে গবাদি পশুর খাবার সংকটও। নানা ভোগান্তি নিয়ে বসবাস করতে হচ্ছে বন্যার্তদের।
 
পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী আগামী আরও দুই দিন পদ্মার পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

এএইচ/