ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

হুতিদের হামলা সফলভাবে প্রতিরোধের দাবি সৌদির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্ব প্রদেশ, দক্ষিণের নাজরান এবং জাজান শহরকে লক্ষ্য করে তিনটি মিসাইল ছোঁড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যার প্রত্যেকটিই সফলভাবে প্রতিহত করা হয়েছে। শনিবার বার্তা সংস্থা এএফপির কাছে এমনটাই দাবি করেছে সৌদি বাহিনী।

তবে দাম্মাম শহরে একটি ক্ষেপণাস্ত্রের বিক্ষিপ্ত বিস্ফোরণে দুই সৌদি শিশু আহত হয় এবং ১৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আট জন আহতের ঘটনার চারদিন পর এই হামলার ঘটনা ঘটলো।

হুতিদের দমনে ২০১৫ সাল থেকে প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। সম্প্রতি চলমান সৌদি আগ্রাসনের জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সূত্র: দ্য গার্ডিয়ান।

এসবি/এনএস//