ঢাকা, বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৩ ১৪৩১

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে। উত্তরবঙ্গগামী একটি ট্রাক নাটিয়াপাড়া এলাকায় নাসির গ্লাসের সামনে থামলে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ট্রাক চালক মমতাজ আলী (৩০) পরিচয় পাওয়া গেছে। তিনি দিনাজপুর সদর উপজেলার চপরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।

টাঙ্গাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, আজ সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়া এলাকায় নাসির গ্লাসের সামনে এসে হঠাৎ ব্রেক করে। এসময় পেছনে থাকা অপর একটি ট্রাক সামনের ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। 

নিহতদের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

এএইচ/