ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরির কথা বললেন শি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ০৮:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমেরিকান প্রেসিডেন্টকে বলেছেন, দু’দেশের মধ্যে সম্পর্কের ‘মারাত্মক অবনতির’ জন্য বেইজিংয়ের ব্যাপারে গ্রহণ করা মার্কিন নীতিমালা দায়ী এবং এ ক্ষেত্রে বিশ্বের ভবিষ্যত প্রশ্নে সম্পর্ক স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ায় এবং চীনের মানবাধিকার রেকর্ড প্রশ্নে আমেরিকার কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যায়।

এ ছাড়া প্রযুক্তিগত প্রাধান্য প্রশ্নে প্রতিযোগিতা এবং করোনাভাইরাসের উৎস নিয়ে বিতর্ক দু’দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটে।

বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ ও আন্তরিক আলোচনায় শি বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের মধ্যে সংঘাত উভয় দেশের ও বিশ্বের অর্থনীতির বিপর্যয় ডেকে আনবে বলে সতর্কবাণী উচ্চারণ করেন।

শি’র উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, ‘চীন ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক বজায় রাখতে পারে কি-না তা বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিগত সাত মাসের মধ্যে এ দুই নেতার মধ্যে এটি ছিল প্রথম ফোনালাপ।

শি জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তন, মহামারি মোকাবেলা এবং বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার বিষয়ে উভয় পক্ষ তাদের সংলাপ অব্যাহত রাখবে।

এসি