ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

সিনোফার্মার টিকার কারণে আটকে যাচ্ছে ওমরাহ যাত্রা (ভিডিও)

জসিম জুয়েল

প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার | আপডেট: ০২:৪৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

করোনা মহামারিতে দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার। আর সাথে দিয়েছে বেশ কিছু বিধি নিষেধ। যার মধ্যে অন্যতম সবাইকেই দুই ডোজ টিকা নিতে হবে, তবে সিনোফার্মার টিকা গ্রহণযোগ্য নয়। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বাংলাদেশীরা। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে হজ এজেন্সীজ এসোসিয়েশন।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন দুই ডোজ টিকা নিলে দিচ্ছে ওমরাহ পালনের অনুমতি। তবে অনুমোদিত টিকার তালিকায় নেই সিনোফার্মা। অথচ বাংলাদেশে ব্যাপক হারেই দেয়া হচ্ছে সিনোফার্মার টিকা। 

সৌদি সরকারের অনুমোদিত টিকার মধ্যে আছে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসন।

হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে, সিনোফার্মার টিকার কারণে আটকে যাচ্ছে ওমরাহ যাত্রা। জটিলতা নিরসনে দুই দেশের সরকারকে আলোচনা করে সমাধানের দাবি তাদের।

হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, সরকারকে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে তৎপরতা চালাতে হবে। যাতে কোন শর্তা ছাড়াই সিনোফার্মার টিকা সৌদি কর্তৃপক্ষ অনুমোদন করে। অথবা সৌদিগামীদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থায় সৌদি অনুমোদিত টিকাগুলো দেয়ার ব্যবস্থা করতে হবে।

একইসঙ্গে সৌদি সরকারের নানা বিধিনিষেধে ওমরাহ করার খরচও বেড়ে যাচ্ছে বলেও জানান হাব সভাপতি।

শাহাদাত হোসেন তসলিম আরও বলেন, সিনোফার্ম বা সিনোভ্যাক টিকা দেওয়া হয় তাহলে সৌদি আরবে গিয়ে তাদেরকে আবার কোয়ারান্টাইনে যেতে হবে। কোয়ারান্টাইনে যাওয়া মানে কিন্তু অনেক টাকার ব্যাপার, প্রায় ১ হাজার ডলারের কাছাকাছি।

হজ এজেন্সীর মালিকরা বলছেন, যে হারে সিনোফার্মার টিকা দেয়া হচ্ছে শুধু ওমরাহ নয় আগামী বছর হজ পালনের ক্ষেত্রেও এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

আদিব এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মোবারক উল্লাহ বলেন, সরকার যদি আন্তরিকভাবে চেষ্টা করে যদি সিনোফার্মার টিকা অনুমোদন করাতে পারে তাহলে কিছুটা হলেও আমাদের অর্থনীতির চাকা সচল থাকবে।


মদিনা এয়ার ট্রাভেলসের মহাপরিচালক ফজলুর রহমান বলেন, আমাদের সাথে অনেক ওমরাহ যাত্রী যোগাযোগ করছেন। কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে চীনের টিকা দেওয়া হচ্ছে এই কারণে ওমরাহ যাত্রীরা যোগাযোগ করা সত্ত্বেও আমরা তাদেরকে ওমরাহ করাতে পাঠাতে পারছি না।

এখনই ব্যবস্থা না নিলে এজেন্সিগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়বে বলে আশংকা করছে হাব।

ভিডিও-

এএইচ/