ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

কাপাদোসিয়ায় সালমানের সূর্যোদয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

সালমান খান এমন এক অভিনেতা যিনি তার ভক্তদের কখনই হতাশ করেন না। বিশেষ করে তার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার ক্ষেত্রে বরাবরই কোন সুযোগ হাতছাড়া করেন না তিনি। 

এবারেও ব্যাতিক্রম নয়, টাইগার-থ্রি’র শুটিং এ গিয়ে তুরস্কের কাপাদোসিয়া থেকে সুন্দর এক সকালের মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করলেন ভাইজান।  

ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, হুডেড জ্যাকেট পরা সালমান একটি রেলিং এর সামনে দাঁড়িয়ে পুরো শহর দেখছেন, এক কথায় উপভোগ করছেন সকালের শহরের সৌন্দর্য্য।  

মূলত টাইগার থ্রি’র একটি রোমান্টিক গানের শুটিং হবে তুরস্কের কাপাদোসিয়ায়। তিন কোটি রুপি বাজেটের এই গানের শুটিং উপলক্ষ্যেই তুরস্ক অবস্থান করছেন সালমান ও ক্যাটরিনা কাইফ। 
সূত্র : পিংক ভিলা
এসবি/ এসএ/