৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা ও জরিমানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’’ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
আজ সোমবার ঢাকা মহানগরীর ওয়ারী এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স বিগ বাজার প্রতিষ্ঠানটির পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকায় মেসার্স সাদিক এগ্রো প্রতিষ্ঠানটির শাহী মিঠাই দই পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা ও শাহী মিঠাই ঘি , লাচ্ছা সেমাই পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য ইত্যাদি স্থায়ীভাবে উল্লেখ না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স স্যান্ড্রা প্রতিষ্ঠানটির দই ও Bread Toast (৪০০ গ্রাম) পণ্যের মোড়কের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণে তারিখ, ওজন, মূল্য, প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মোঃ বিল্লাল হোসেন ও পরিদর্শক মোঃ নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।
আরকে//