ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নদী ভাঙনে সর্বস্ব হারানো লক্ষাধিক মানুষের মনে নেই ঈদের আনন্দ

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৬ জুন ২০১৭ সোমবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ২৬ জুন ২০১৭ সোমবার

লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে নদী ভাঙনে সর্বস্ব হারানো লক্ষাধিক মানুষের মনে নেই ঈদের আনন্দ। লক্ষীপুরের কমলনগরে বেড়িবাধে আশ্রয় নেয়া মানুষেরা এবার কিনতে পারেননি নতুন পোশাক। জোটেনি মিষ্টি কিংবা সেমাই। 
লক্ষ্মীপুর রামগতি ও কমলনগরের বেড়িবাঁধে থাকা লক্ষাধিক ছিন্নমূল মানুষের মনে নেই ঈদের আনন্দ। মেঘনার ভাঙ্গনে সর্বশান্ত হওয়ায়, ঈদে নতুন পোশাক পায়নি শিশুরা। ঠিকমতো দু’বেলা খাবার জোটানোই যেনো দায় হয়ে গেছে।

শুধু নতুন পোশাকই নয়, ছেলেমেয়েদের জন্য সেমাইও জোগাড় করতে পারেনি তারা।

স্থানীয় সাংসদ জানান, ভূমিহীনদের জন্য সরকারি বরাদ্দ প্রয়োজনের তুলনায় একেবারেই কম, বিশেষ বরাদ্দ দেয়া হলে এসব মানুষদের কিছটা হলেও ঈদের খুশি উপহার দেয়া যেতো।

এদিকে সিরাজগঞ্জের চৌহালীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ হাজারো মানুষেরও মনে ঈদের আনন্দ নেই। সর্বস্ব হারানো অসহায় মানুষের ভাগ্যে এবার জোটেনি স্বল্প মূল্যের একটি পোষাকও।

গত কয়েক বছরে এ উপজেলার ৪২টি গ্রাম নদীতে বিলীন হয়েছে। খাসপুখুরিয়া, বাঘুটিয়া, উমরপুর ইউনিয়নের প্রায় হাজরো মানুষ তাদের ঘর-বাড়ি, আবাদী জমি হারিয়ে নদীর তীরে আশ্রয় নিয়েছেন।

অসহায় মানুষদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন অনেকেই।

সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ঈদে না হোক ঈদের পর ছিন্নমূল এসব মানুষে মুখে হাসি ফুটবে।