ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

শিল্পী নিতুন কুন্ডুর ১৬তম প্রয়াণ দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

একুশে পদকপ্রাপ্ত শিল্পী নিতুন কুন্ডুর ১৬তম প্রয়াণ দিবস আজ। ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর মারা যান তিনি।

১৯৩৫ সালের ৩ ডিসেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া নিতুন কুুন্ডু সিনেমার ব্যানার এঁকে নিজের আয়ে শিক্ষা অর্জন করেন। পরে ঢাকায় যুক্তরাষ্ট্রের তথ্যকেন্দ্রে যোগ দিয়ে ১৯৭১ সালের মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের অধীনে তথ্য ও প্রচার বিভাগে ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি আসবাব প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অটবি’ গড়ে তোলেন, যা বর্তমানে বাংলাদেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পী তেলরং, জলরং, অ্যাক্রেলিক, এচিং, সেরিগ্রাফ, পেন্সিল বা কালি-কলমের মাধ্যমে চিত্র অঙ্কন করেন। তার নির্মিত ভাস্কর্যের মধ্যে রয়েছে সার্ক ফোয়ারা, মা ও শিশু, সাবাস বাংলাদেশ, সাম্পান ও কদম ফুল। জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার ও পদকের ট্রফি, ক্রেস্ট ও মেডেলেরও নকশা করেছেন তিনি। 

একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রেসিডেন্ট গোল্ডকাপ, এশিয়া কাপ ক্রিকেট ট্রফির নকশাকারও তিনি। চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য জাতীয় চিত্রকলা পুরস্কার পান তিনি।
এসএ/