ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

অস্ট্রেলিয়ায় সালমান-ক্যাটরিনার রোমান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

পর্দার বাইরে দু’জনার রোমান্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। এক সময়ের প্রেম এখন শুধুই অতীত। তবে পর্দায় তাদের রোমান্সের দেখা মেলে বাস্তবের বিচ্ছেদের পরেও। যার ধারাবাহিকতায় সালমান-ক্যাটরিনা জুটি আবারও পর্দায় হাজির হচ্ছেন নয়া রোমান্স নিয়ে। তুরস্কে টাইগার-থ্রি সিনেমার তিন কোটি বাজেটের একটি রোমান্টিক গানের শ্যুটিং শেষ করে এখন দুজন অবস্থান করছেন  অস্ট্রেলিয়ায়।

বর্তমানে দেশটির সালজবার্গে অবস্থান করছেন তারা। সেখানে অংশ নেবেন সিনেমার গান এবং অ্যাকশনের কিছু দৃশ্যের শ্যুটিং এ। এরপর ২৫ সেপ্টেম্বর মুম্বাই ফিরবেন এই জুটি। এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। 

এই বিদেশ সফরে সালমান এবং ক্যাটরিনা দুজনেই ছবি শেয়ার করার মধ্যদিয়ে তাদের বিশেষ মুহূর্তের ঝলক দেখিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কাপাদোসিয়া থেকে সূর্যোদয়ের ছবি দেন সালমান, অপরদিকে ক্যাটরিনা তুরস্ককে বিদায় জানিয়ে একটি ছবি শেয়ার করেন ভক্তদের জন্য। 

অস্ট্রেলিয়ার সিডিউলই এই সিনেমার বিদেশে শ্যুটিং এর শেষ সিডিউল, এরপর টাইগার-থ্রির পুরো টিমই ভারতে ফেরত আসবে এবং ভারতেই বাকি শ্যুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক মণীশ শর্মা। 
সূত্র : পিংক ভিলা
এসবি/ এসএ/