ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১ ১৪৩১

সিঁদুর পরে বিশ্বকর্মা পূজায় যশের সঙ্গে নুসরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার

বিশ্বকর্মা পূজায় একই ফ্রেমে জনসংযোগ কর্মী রণজিতের সাথে “যশরত” জুটি

বিশ্বকর্মা পূজায় একই ফ্রেমে জনসংযোগ কর্মী রণজিতের সাথে “যশরত” জুটি

সন্তানের জন্ম, ব্যক্তগিত সম্পর্ক নিয়ে ‘ঢাক ঢাক গুড় গুড়’ থাকলেও প্রায়ই প্রকাশ্যে আসে নুসরাত জাহান আর যশ দাশগুপ্তের যুগল ছবি। 

বিশ্বকর্মা পূজায়ও যশের সঙ্গে মাথায় সিঁদুর পরে নুসরাতের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

শুক্রবার এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্ট আয়োজিত পূজা এভাবেই হাজির হন তারা। 

নুসরাত এবং সিঁদুর- এই দুইয়ের যোগ অনেক দিনের। এর আগে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ের’ পর সিঁদুর পরার জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল এই টালিউড নায়িকাকে। 

এরপর দক্ষিণেশ্বর মন্দিরে দ্বিতীয়বারের মত সিঁদুর এবং শাখা-পলা পরা অবস্থায় দেখা যায় তাকে। 

এবার সদ্য মা হওয়ার পর আবারও সিঁদুর পরে যশের সাথে প্রকাশ্যে আসলেন নুসরাত। যদিও ‘যশরত’ জুটি আইনীভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কিনা তা নিশ্চিত নয়।

এই ছবিতে নুসরাতকে দেখা গেছে হালকা গোলাপি রঙের কুর্তা পরনে, হাতে সোনার চুড়ি, কানে দুল। পরিপাটি চুলের সিঁথিতে স্পষ্ট সিঁদুর। আর যশের পরনে ছিল হালকা নীল শার্ট এবং জিন্স। একই ফ্রেমে এই জুটির সঙ্গে দেখা যায় জনসংযোগ কর্মী রণজিতকেও।  

এদিকে বিশ্বকর্মা পূজার এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ইউটিউবার স্যান্ডি সাহাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন যশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা অনলাইন
এসবি/