আত্মরক্ষায় দক্ষতা অর্জনকারীদের মাঝে বেল্ট ও সনদ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল মার্শাল আর্ট একাডেমীর দক্ষতা অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম বেল্ট পরিধান, সার্টিফিকেট বিতরণ ও স্মারক প্রদান করা হযেছে।
শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল মাঠে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিজয়ীদের বেল্ট পড়িয়ে দেয়া হয়। এসময় তাদের এ কৃতিত্ব স্বরুপ একটি সনদ ও স্মারক হিসেবে মেডেল পরিয়ে দেয়া হয়।
পল হ্যারিস ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক দিল আফরোজ রুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ শ্রীমঙ্গল শাখার সভাপতি ডা: হরিপদ রায়।
শ্রীমঙ্গল মার্শাল আর্ট একাডেমির প্রশিক্ষক রিয়াজ উদ্দিন মোর্শেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবদায়ক ডা: বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও রোটারী ক্লাব শ্রীমঙ্গল এর সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল প্রশিক্ষণার্থী গ্র্যান্ড সুলতানের কর্মকর্তা মাহমুদুর রহমান, সাংস্কৃতিক কর্মী সায়েদ আহমদ ও রাজেশ ভৌমিক।
প্রতিষ্ঠানটির পরিচালক রিয়াজ উদ্দিন মোর্শেদ জানান, তার প্রতিষ্ঠানে ৫০ এর উপরে স্টুডেন্ট যার মধ্যে বেশির ভাগই মেয়ে। তিনি জানান, মার্শাল আর্টে প্রশিক্ষনের পারদর্শীতায় দেয়া হয় সাদা, হলুদ, কমলা, সবুজ, নীল, বাদামী ও কালো রং এর বেল্ট। তার প্রতিষ্ঠানের বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী হলুদ ও কমলা , সবুজ ও নীল রং এর বেল্টের অধিকারী হলে শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রথমবারের মতো তাদেরকে তা পড়িয়ে দেয়া হয়।
কেআই//