ঢাকা, মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৬ ১৪৩১

মহেশ ভাটের জন্মদিনে হাজির রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার

চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের ৭৩তম জন্মদিনে একান্ত পারিবারিক মুহূর্তের সঙ্গী হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর। আর সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মহেশ কন্যা আলিয়া। 

রোববার রাতের পার্টিতে তোলা এই সেলফিতে, মহেশ ভাটের দুই পাশে দেখা যায় দুই কন্যা আলিয়া এবং পূজাকে। আর সেলফি তুলতে ব্যস্ত রণবীর।

উল্লেখ্য, প্রায় তিন বছর ধরে আলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন রণবীর। তবে এতোদিন  ভট্ট পরিবারে খুব একটা যাতায়াত দেখা যায়নি রণবীরের। 

শিগগিরই এই জুটি গাঁটছড়া বাঁধতে পারেন বলে মনে করছেন ভক্তরা। কারণ এর  আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, কোভিড মহামারী না থাকলে এতোদিনে তিনি বিবাহিতর খাতায় নাম লেখাতেন। 
সূত্র : পিংক ভিলা
এসবি/