ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যশোরে বৃক্ষরোপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১ রবিবার

বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে যশোরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) শহরের সাবেক নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপন ছাড়াও বিভিন্ন এলাকায় গাছের চারা বিতরণ করে শেখ ফজলুল হক মণি-আরজু মণি অক্সিজেন ব্যংক। 

কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব দেবাশীষ দাস দেবু, এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক ছাত্রনেতা তিব্বত, নয়ন অধিকারী, কল্লোল বর্মন, অনিক ইসলামসহ অন্যরা।                           

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের নেতৃত্বে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে

এসি