ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ইলিশের দাম কমছে না

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

চাঁদপুরের আড়তে বাড়ছে ইলিশ। স্থানীয় জেলেদের জালে কম ধরা পড়লেও সাগর থেকে প্রতিদিনই আসছে দেড় থেকে দুই হাজার মণ ইলিশ। আড়তে মাছের অভাব না থাকলেও দাম কমছে না। তবে আড়তদাররা বলছেন, অন্য বছরের তুলনায় এবার ইলিশ কম আসছে। 

দীর্ঘদিন জেলেদের জালে ইলিশ ধরা না পড়ায় হতাশা ছিলো জেলে ও আড়তদারদের মাঝে। তবে গেলো কয়েকদিন চাঁদপুর ঘাটে ইলিশের আমদানি বাড়তে শুরু করে। ব্যস্ত হয়ে উঠেছে আড়তদার ও শ্রমিকরা। প্রতিদিন চাঁদপুর ঘাটে আসছে দেড় থেকে দুই হাজার মণ ইলিশ।

চাঁদপুর ঘাটের বেশিরভাগ ইলিশই হাতিয়া, বরিশাল, ভোলা, নোয়াখালী ও লক্ষীপুর থেকে আসে। ক’দিন পর ইলিশ আমদানি আরও বাড়বে বলে আশা করছেন আড়তদাররা।

এবার ৫ থেকে ৬শ’ গ্রাম ওজনের ইলিশ ২৬ হাজার টাকা, ৮ থেকে ৯শ’ গ্রাম ৪০ হাজার টাকা এবং ১ কেজি ওজনের বেশি ইলিশ মণ প্রতি ৫২-৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

আড়তদাররা জানান, জেলেরা সেভাবে ইলিশ পাচ্ছে না। নদীতে মাছ মিলছে না, যা পাচ্ছে তাতে তাদের খরচা টাকাই উঠছে না।

ক্রেতারা বলছেন, আড়তে ইলিশের আমদানি থাকলেও দাম কমেনি। 

ক্রেতারা জানান, ভাবছি ইলিশের দাম এখন কম হবে। বাজারে এসে যে পরিমাণ মাছ দেখছি, সে অনুপাতে দামটা একটু বেশি। আমাদের মতন সাধারণ ক্রেতাদের এই মুহূর্তে ইলিশ কিনে খাবার মতো পরিস্থিতি নেই।

তবে পদ্মা-মেঘনায় মাছ না পাওয়া এবং ভারতে রপ্তানী- এজন্যই দাম কমছে না বলে অজুহাত দেখাচ্ছেন এই ব্যবসায়ী নেতা।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, চাহিদার তুলনায় এবছর মাছ অনেক কম। যার জন্য মাছের দাম অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। ইন্ডিয়াতে মাছ যাবে, তাই রেট বেশি হবে।

মৎস্য বিভাগ বলছে, বাজারে ইলিশের আমদানিই প্রমাণ করে সরকারের কর্মসূচিগুলোর কারণেই উৎপাদন বেড়েছে। 

চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম বাস্তবায়নের জন্য একই সঙ্গে ৬৫ দিন সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। এগুলো যদি বাস্তবায়ন অব্যাহত থাকে তাহলে অধিক মাত্রায় ইলিশের উৎপাদন বজায় থাকবে। 

গত বছর সারাদেশে ৫ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিলো। এ বছর আরও বাড়বে বলে আশা করছেন ইলিশ গবেষকরা। 

ভিডিও-

এএইচ/