ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

টুইটারে যোগ হচ্ছে ইমোজি রিঅ্যাকশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

নির্দিষ্ট টুইটে লাইক দেয়ার জন্য লাভ আইকনে ক্লিক করে থাকেন টুইটার ব্যবহারকারীরা। এবার এই ফিচারে পরিবর্তন আসতে পারে। ফলে আগামীতে ফেসবুকের রিঅ্যাকশন বাটনের মতো টুইটারেও চিয়ার, হুম, স্যাড এবং হাহা ইমোজি রিঅ্যাকশন দেয়া যাবে।

টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রাহকরা কান্নার ইমোজি, হাসির ইমোজি, হাততালি দেয়া ও হার্ট বা লাভ চিহ্ন ব্যবহার করতে পারছেন। ইমোজি রিঅ্যাকশনের পরীক্ষামূলক প্রচার সফল হলেই স্থায়ীভাবে আসতে পারে ফিচারটি।

প্রতিষ্ঠানটি জানায়, টুইটে সর্বাধিক ব্যবহৃত ইমোজি হচ্ছে হাসতে হাসতে কান্নার ইমোজি। এছাড়াও টুইট পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটে। কিন্তু টুইটার এখনো রাগ প্রকাশক কোনো ইমোজি যোগ করেনি।

কিন্তু রিপ্লাই এবং কোট টুইট ফাংশনে রাগান্বিত রিঅ্যাকশনটি প্রকাশের সুযোগ রয়েছে। কয়েক মাস আগে টুইটার নতুন ইমোজি রিঅ্যাকশন যুক্ত করার বিষয়ে ব্যবহারকারীদের ওপর জরিপ চালায়। জরিপ অনুযায়ী ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই সুবিধাটি যুক্ত করছে তারা।

এমএম//