অবশেষে শাহজালালে শুরু আরটিপিসিআর পরীক্ষা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৪ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে বিমানবন্দরে পরীক্ষা করে আমিরাতে যেতে পারবেন প্রবাসীরা।
বুধবার বিমানবন্দরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
এ নিয়ে মফিদুর রহমান বলেন, “যাত্রীদের ফ্লাইটে আরোহনের ছয় ঘণ্টা আগে র্যাপিড পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার শর্ত দিয়েছিল আমিরাত। কিন্তু বিভিন্ন কারণে র্যাপিড পিসিআর পদ্ধতির বদলে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়। এখন দেশটি র্যাপিড পিসিআরের শর্ত তুলে নিয়েছে। বিমানবন্দরে ছয়টি প্রতিষ্ঠান ঘণ্টায় এক হাজার জনের পরীক্ষা করতে পারবে। জনপ্রতি এক হাজার ৬০০ টাকা চার্জ নেবে তারা।”
বেবিচক কর্মকর্তারা জানান, যাত্রীদের ফ্লাইটের ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হবে। কিছু আনুষ্ঠানিকতা আছে, সে জন্য যাত্রীদের হাতে সময় নিয়ে আসতে হবে।
এসএ/