ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার | আপডেট: ০৯:৪০ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার

মিরপুর ঝিলপাড় বস্তির 'বিজয়ের পথযাত্রা' বিদ্যালয়ে ৮টি রোটার‍্যাক্ট ক্লাবের যৌথ উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ উৎসব 'তারুণ্য-২০২১' অনুষ্ঠিত হয়েছে।

রোটারি আন্তর্জাতিক ক্লাব পঞ্জিকা অনুযায়ী সেপ্টেম্বর মাস 'মৌলিক শিক্ষা ও স্বাক্ষরতা মাস'। এ উপলক্ষে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশ এর রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ, বারিধারা, ভাওয়াল গ্রিন, লালবাগ ফোর্ট, ঢাকা ডায়নামিক, মাওলানা ভাষানী টাংগাইল, ঢাকা গ্র‍্যান্ড ও অনন্যা ঢাকা এর যৌথ উদ্যোগে বিজয়ের পথযাত্রা স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর এস এম আলী আজম। এ সময় উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি শেখ আহসানুর রহমান জিম, রোটার‍্যাক্ট ক্লাব অব লালবাগ ফোর্টের সভাপতি সিফাতুল ইসলাম প্রান্ত, রোটার‍্যাক্ট ক্লাব অব বারিধারার সভাপতি সামান্তা আফরিন, রোটার‍্যাক্ট ক্লাব অব মাওলানা ভাষানী টাংগাইলের সভাপতি মো. নাঈম হোসাইন, রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ডায়নামিকের সভাপতি নিয়ন্তা মাহজাবীন এবং রোটার‍্যাক্ট ক্লাব অব অনন্যা ঢাকার সভাপতি খোদেজা আক্তার রোজ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সচিব আদিবা আজম মাটি, যূগ্মসচিব আব্দুল্লাহ আল নোমান, ক্লাবসেবা পরিচালক তানজীর ইসলাম, সমাজসেবা পরিচালক সুপ্ত সেন, সদস্য আবরাহাম মোরসালিন, তানভীর ইসলাম, ইসরাতুল ইবনাত অরপা ও আনিশা এবং রোটার‍্যাক্ট ক্লাব অব ঢাকা ডায়নামিকের কোষাধ্যক্ষ তাহেরা সিদ্দিকা লুবাবা, ক্লাব সেবা পরিচালক আব্দুর রহমান হিমেল, চিফ সার্জেন্ট অ্যাট আর্মস মুস্তাকিম রহমান সাকিব, সার্জেন্ট আ্যট আর্মস মবিন শুভ্র প্রমুখ।

এ সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রাবার, ফাইল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আলী আজম বলেন, শিক্ষা সাংবিধানিক মৌলিক অধিকার। শিক্ষিত মানুষ অর্থনৈতিক সমৃদ্ধ দেশ গঠনের মৌলিক হাতিয়ার। তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেদের যাতায়াত ও টিফিন খরচ থেকে অর্থ বাঁচিয়ে দরিদ্রদের সহায়তা করছে। এটা অনুকরণীয় উদাহরণ। সুবিধাবঞ্চিত শিশুদের  শিক্ষা ও খাদ্যসুবিধা প্রদানের লক্ষ্যে বিত্তবান ও শিক্ষানুরাগীদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
কেআই//