ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

প্রথমবারের মত সঞ্চালক রণবীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ এএম, ২ অক্টোবর ২০২১ শনিবার | আপডেট: ১০:০৭ এএম, ২ অক্টোবর ২০২১ শনিবার

প্রথমবারের মত সঞ্চালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড তারকা রণবীর সিংহ। কুইজ শো ‘দ্য বিগ পিকচার্স’ নিয়ে আসছেন তিনি।

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সময় ঠিক সাড়ে ৮টায় কালার্স চ্যানেলে সম্প্রচার হবে অনুষ্ঠানটি। সপ্তাহের প্রতি শনি ও রবিবার দেখা যাবে এটি। ইতিমধ্যেই কালার্স চ্যানেল শোয়ের প্রোমোও দেখানো শুরু করে দিয়েছে।

এর মধ্য দিয়ে বলিউডের অনেক বড় বড় অভিনেতাদের মত রণবীর সিং ‘দ্য বিগ পিকচার্স’ এর মাধ্যমে হাজির হচ্ছেন টেলিভিশনে।
 
অনুষ্ঠানটি নিয়ে কালার্স চ্যানেলও খুবই আশাবাদী। তারা উৎসাহ প্রকাশ করে অনুষ্ঠানটির প্রোমো শেয়ার করে সেখানে ক্যাপশনে লেখেছে, ‘চিৎকার করে বলুন কারণ আর অপেক্ষা করতে হবে না। রণবীর নিয়ে আসছেন এক অভিনব কুইজ শো। দেখুন বিগ পিকচার্স। ১৬ অক্টোবর থেকে প্রতি শনিবার ও রবিবার রাত ৮ টায়। শুধুমাত্র কালার্সে।’

কালার্স চ্যানেলের আরেক জনপ্রিয় অনুষ্ঠান ‘ডান্স দিওয়ানে’ আগামী ১০ অক্টোবর শেষ হবে। সেই অনুষ্ঠানের সময়টিতেই দেখানো হবে ‘দ্য বিগ পিকচার্স’।

রণবীরের আগে বলিউডের সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বাচ্চনরা টেলিভিশনের অনেক জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। এবার সেই পথেই হাঁটলেন রণবীর সিংহ।
সূত্র : এবিপি আনন্দ
এমএম/ এসএ/